ওসমানীনগরের গোয়ালাবাজার-নিজ করনসী সড়কের বেহাল দশা
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৬, ১১:০৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার-নিজকরনসী সড়কের বেহাল দশা বিরাজ করছে। খানাখন্দ আর স্থানে স্থানে বড় বড় গর্ত হওয়ায় এ সড়ক দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার হাজার হাজার যাত্রীদের। স্থানীয় এলজিইডির দায়িত্বহীনতা রক্ষণাবেক্ষণের কারণে দীর্ঘদিন থেকে সংস্কার কাজ না করায় সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। সিলেট-ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে নিজকরনসী সড়ক যোগাযোগের প্রধান মাধ্যম গোয়ালাবাজার-নিজকরনসী সড়ক। এ সড়ক দিয়ে গোয়ালাবাজার ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন।
সরেজমিন দেখা যায়, গোয়ালাবাজার থেকে নিজকরনসী শেষ সীমানা পর্যন্ত বেহাল অবস্থা। পুরো সড়কের মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে গর্তে পানি জমে ছোট ছোট পুকুরের আকার ধারণ করেছে। স্থানে স্থানে দেখা দিয়েছে ভাঙন। সড়কের অধিকাংশ এলাকাতে প্রলেপ উঠে গেছে। এ অবস্থায় অত্যাধিক ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। প্রতিদিন ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা। সড়কের বেহাল অবস্থার করণে যানবাহনের ব্যাপক ক্ষতি হচ্ছে।
ওসমানীনগর উপজেলা তরুন লীগের সভাপতি মকসুদ আলী সুরমানিউজকে বলেন, এই রাস্তা সংস্কার না হলে আমরা কিছু দিনের মধ্যে বিভিন্ন কর্মসুচি ঘোষনা দিয়ে এলাকাবাসীকে নিয়ে আন্দোলনে যাব।
এ ব্যাপারে গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, এই রাস্তা এখন মরন ফাদে পরিনত হয়েছে। রাস্তাটি সংস্কার অতি জরুরি। এমপি সাহেবকে অনেক বার রাস্তাটি সংস্কারের ব্যাপারে বলেছি কিন্তু কোন কাজ হচ্ছেনা।
সিলেট-২ আসনের এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া সুরমানিউজকে বলেন, বর্ষা মৌসুম শেষ হলে সড়কটি সংস্কারের ব্যবস্থা গ্রহন করা হবে।