সিলেটে দুর্ধর্ষ চুরি
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর হাওলদারপাড়ার কালিবাড়ি রোডের ২/২০ নং ‘মিলন কুঞ্জ’ নামক বাসায় গতরাতে এক চুরির ঘটনা ঘটেছে। চোর বাসার লোকজনকে অচেতন করে নিয়ে গেছে মূল্যবান স্বর্ণালঙ্কার ও নগদ টাকা।
বাসার গৃহকর্ত্রী বন্যা মজুমদার জানান, শুক্রবার (২৯ জুলাই) রাত ৩টার দিকে রান্নাঘরের দিক থেকে আসা একটি শব্দ শুনে তাঁর ঘুম ভেঙ্গে যায়। তিনি উঠে গিয়ে দেখতে পান, রান্নাঘরে এক যুবকের উপস্থিতি। তিনি সাথে সাথে চিৎকার করে তাঁর স্বামীকে ডাকেন। এর পরপরই যুবকটি গৃহকর্ত্রীর নাকে-মুখে কিছু একটা স্প্রে করলে তিনি তৎক্ষণাৎ জ্ঞান হারান।
গৃহকর্তা বিপ্লব সরকার জানান, তিনি রান্নাঘরে আসামাত্র যুবকটি তাঁর (বিপ্লব সরকার) দিকেও স্প্রে নিক্ষেপ করলে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর সকালে জ্ঞান ফিরলে তিনি দেখতে পান, রান্নাঘরের জানালার গ্রিল কাটা এবং ঘরের জিনিসপত্র অগোছালো অবস্থায় পড়ে আছে।
আনুমানিক ১০ থেকে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১৫ থেকে ২০ হাজার টাকা চোর নিয়ে গেছে বলে জানিয়েছেন ওই গৃহকর্তা।
এই দুজন ছাড়াও বাসায় অবস্থানরত আরও ৩ জনকে ঘুমন্ত অবস্থায় অচেতন করা হয়েছিলো। এর মধ্যে দুপুর ১টা পর্যন্ত দুজনের জ্ঞান না ফেরায় তাদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ সম্পর্কে জালালাবাদ থানার ওসি আকতার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কোন মামলা দায়ের করা হয়নি।