আই এসের নামে আকাশে শ্লোগান, বিমানের জরুরি অবতরণ
প্রকাশিত হয়েছে : ৬:৩৫:০৯,অপরাহ্ন ২৮ জুলাই ২০১৬
সুরমা নিউজ:
বৃহস্পতিবার ইন্ডিগোর ০৮৯ বিমানটি দুবাই থেকে কেরালার কোচির উদ্দেশে রওনা দেয়। এরপর মাঝ আকাশে হঠাৎ এক যাত্রী আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নামে স্লোগান দেন। তার সহযাত্রীর এমন অভিযোগের ভিত্তিতে বিমানটি সকাল সোয়া ৯টার দিকে মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। এই যাত্রীকে আটকের পর বিমানটি দুই ঘণ্টা পর যথারীতি কোচির উদ্দেশে ছেড়ে যায়।
মুম্বাই পুলিশ জানিয়েছে, অসদাচারণের অভিযোগে বিমানের দুই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তবে মুম্বাই এয়ারপোর্ট পুলিশ জানিয়েছে, ওই যাত্রী আইএসের নামে স্লোগান দিয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়। তবে দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা দেয়া হয়েছে। এদিকে ইন্ডিগো এ ঘটনায় সন্ত্রাসের যোগসূত্র নাকচ করে দিয়েছে।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘এক যাত্রী হঠাৎ করে ক্রুদের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। এরপর তিনি এক লাফে খাবার ও বোর্ডের সরঞ্জাম রাখার স্থান ফরোয়ার্ড চার্টে উঠে বসে পড়েন।’ এরপরই বিমানটি মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয় বলে বিবৃতিতে বলা হয়েছে।