সিলেটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল অস্ত্রসহ ৩১জন আটক
প্রকাশিত হয়েছে : ৪:৪৮:২৮,অপরাহ্ন ২৮ জুলাই ২০১৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র ও জিহাদী বই সহ ৩১ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ২২জনই জামায়াত শিবিরের কর্মী।
বৃহস্পতিবার রাতে সিলেটের জকিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা এ খবর নিশ্চিত করে বলেন, “তাদের কাছ থেকে ছুরি, চাপাতি, সহ তরুণদের প্রতি জিহাদের আহবান জানানো বই উদ্ধার করে পুলিশ। আটককৃতদের মধ্যে বিভিন্ন নাশকতা মামলার আসামী ও জামায়াত শিবিরের অর্থ দাতাও রয়েছেন। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে”।
তিনি বলেন, জঙ্গি হামলার আশঙ্কায় চালানো আভিযানে তাদের আটক করা হয়।