বিশ্বনাথে পুরোহিত পরিবারকে হুমকি
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৬, ৬:২৮ অপরাহ্ণ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস পরিচয়ে সিলেটের বিশ্বনাথের এক পুরোহিত পরিবারকে হত্যার হুমকি দেয়ার খবর পাওয়া গেছে। তাখছু মোল্লা নামে ডাকযোগে প্রেরিত ওই চিঠি গত শনিবার রাতে পুরোহিত রণধীর ভট্টাচার্য অঞ্জুুর হাতে গিয়ে পৌঁছে। পরদিন রোববার আতঙ্কিত হয়ে বিশ্বনাথ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। প্রথমে পুলিশ এ বিষয়টি আমলে না নিলেও ২ দিন পর থানার এসআই কল্লোল গোস্বামী বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। রণধীর ভট্টাচার্য অঞ্জুর ছোটভাই রণবীর ভট্টাচার্য মঞ্জু, রণঞ্জিত ভট্টাচার্য সঞ্জু; তাদের তিন ভাইয়ের নামে দেয়া চিটিতে ১৫ দিনের সময়ও বেঁধে দেয়া হয়েছে। তারা সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরস্থ পার্শ্ববর্তী জানাইয়া গ্রামের মৃত রতিশ রঞ্জন ভট্টাচার্যর ছেলে। চিঠি পাওয়ার পর থেকে তাদের পরিবারসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুরোহিত রণধীর ভট্টাচার্য পল্লীচিকিৎসক, তার ছোটভাই রণবীর ভট্টাচার্য একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং রণঞ্জিত ভট্টাচার্য; তারা তিন ভাই। নিজ নিজ কর্মব্যস্থতার মধ্যেও বাড়ির উপাসনালয় ও হিন্দু ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান (পূজার্চনা) পরিচালনা করে থাকেন। মধ্যবিত্ত শিক্ষিত এবং অত্যন্ত নিরীহ ওই পরিবারকে হুমকি দিয়ে চিঠি দেয়ায় নিরাপত্তাহীনতায় ভোগছে পুরোহিতের পরিবার। পাশাপাশি সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী স্থানীয় অন্য পরিবারের সদস্যদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। কিন্তু ৩ দিন অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের নিরাপত্তায় বিশেষ কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি গতকাল বিকালে এ রিপোর্ট লিখা পর্যন্ত থানা পুলিশ পুরোহিতের বাড়িটিও পরিদর্শন করেনি। পুরোহিত রণধীরের ছোটভাই রঞ্জিত ভট্টাচার্য এবং পার্শ্ববর্তী বাড়ির কালী নন্দন চৌধুরীর সঙ্গে কথা হয়। এ সময় চিঠি প্রাপ্তির বিষয়ে সত্যতা স্বীকার করে তারা বলেন, আইএস পরিচয়ে হত্যার হুমকি দিয়ে ডাকযোগ তাদের কাছে শনিবার একটি চিঠি পৌঁছে। চিঠি পাওয়ার পরদিন আতঙ্কিত হয়ে থানায় পুলিশের কাছে গেলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে বলে তাদের জানায়।