কোন পথে ওসমানীনগর বিএনপি ?
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৬, ৫:৪৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে ওসমানীনগর উপজেলা বিএনপির কার্যক্রম। মাঠের এই অবস্থায় হতাশ বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালন তো দূরের কথা, বিএনপির নেতাদের অনেকেই এখন দল এড়িয়ে চলছেন।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলায় সাজা ও গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে আজ কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে ওসমানীনগর উপজেলা বিএনপির কোন কার্যক্রম চোখে পড়েনি। এমনকি বিগত সরকার পতন আন্দোলনে অবরোধ-হরতালে নিস্ক্রিয় ভুমিকায় ছিল তারা। ইতোপূর্বে কেন্দ্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিও ওসমানীনগর উপজেলা বিএনপিকে পালন করতে দেখা যায়নি।
এমনকি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী গুম হওয়ার পর বিস্ফোরিত জনমতকেও আন্দোলনে ধরে রাখতে পারেনি ওসমানীনগর বিএনপি। বিএনপির অন্যতম প্রভাবশালী এই নেতার নির্বাচনী এলাকা ওসমানীনগরে দলের সার্বজনীন কোনো ধারাবাহিক কর্মসূচি ছিল না। মাঝে মাঝে ইলিয়াস ইস্যুতে দোয়া মাহফিলেই সীমাবদ্ধ নেতারা। বিপর্যস্ত এই সাংগঠনিক অবস্থায় সাধারণ কর্মী-সমর্থকের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বর্তমান সময়ে উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার ঘটনাও ঘটছে। সবমিলিয়ে ওসমানীনগর বিএনপিতে এখন হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে। সবাই নিজের বলয় গড়ে নিজেকে মূল নেতা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টায় ব্যস্ত। এতে দলের ভেতরে সাধারণ কর্মীদের মধ্যে গৃহবিবাদ ক্রমেই বাড়ছে। এই বিশৃঙ্খল অবস্থা বজায় থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় পর্যায়ের নির্বাচনে এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিএনপির কর্মী-সমর্থকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক কর্মীরা জানান, উপজেলার সিনিয়র নেতারা গা বাঁচাতে আ.লীগের সাথে লিয়াজো করে চলছেন। দলের কমিটি আসলে গুরুত্বপূর্ণ পদের জন্য এরা মরিয়া হয়ে উঠলেও দলীয় কর্মকাণ্ডে এদের দেখা-ই পাওয়া যায় না। এসব সুবিধাভোগী নেতাদের কারণে বিএনপির ত্যাগী নেতা কর্মীরা ওসমানীনগরের রাজপথে আন্দোলন গড়ে তুলতে পারছেন না।
এ ব্যাপারে ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সুরমানিউজ’কে বলেন, পুলিশের অনুমতি না থাকার কারনে কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালন করা সম্ভব হয়নি। পুলিশী বাধা উপেক্ষা করে অন্যান্য উপজেলায় কর্মসূচী পালন করা হচ্ছে কিভাবে সুরমানিউজের এমন প্রশ্নে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।