কাউন্টি শেষ মোস্তাফিজের
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৬, ৩:২৪ অপরাহ্ণ
ক্রীড়া ডেস্ক: কাউন্টিতে সাসেক্স শার্কসের হয়ে এই মৌসুমে আর মাঠে নামতে পারবেন না টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এমআরআই রিপোর্ট পাওয়ার পর এমনই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট রোর্ড (বিসিবি)। তবে, আরও কয়েকটি রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মোস্তাফিজের অপারেশন লাগবে কিনা।
বুধবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, এমআরআই রিপোর্টে মোস্তাফিজের বাঁ-কাঁধের স্ল্যাপে সমস্যা ধরা পড়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরেকটি এমআরআই করানো হবে। তারপর জানা যাবে অস্ত্রোপচার করা লাগবে কিনা।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, এ সমস্যার স্থায়ী সমাধান পেতে হলে অস্ত্রোপচার প্রয়োজন। ব্যথানাশক ইনজেকশন দিলে হয়তো কিছুদিন খেলতে পারবে। কিন্তু ঝুঁকি থেকে যায়। জাতীয় দলের স্বার্থেও আমরা এটি করিনি। সাসেক্সকেও এমন নির্দেশনা দেয়া হয়েছে।
ইনজুরি কাটিয়ে গত বুধবার ইংল্যান্ড যান মোস্তাফিজ। বৃহস্পতিবার এসেক্সের বিপক্ষে কাউন্টিতে তাঁর অভিষেক হয়। ওই ম্যাচে চার উইকেট নিয়ে দলকে জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার পান ‘কাটার বয়’।
কিন্তু শুক্রবার সারের বিপক্ষে মোস্তাফিজ ছিলেন উইকেটশূন্য। ওই ম্যাচেই ইনজুরি পান তিনি। বাঁ-কাঁধের ইনজুরির কারণে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের ম্যাচে রবিবার গ্লাস্টারশায়ারের বিপক্ষে একাদশের বাইরে রাখা হয় বাঁ-হাতি এই পেসারকে।
আজও সাসেক্সের ম্যাচ রয়েছে। এই ম্যাচের জন্য গতকালই দলটি তাদের ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ওই স্কোয়াডে নেই মোস্তাফিজের নাম। দলের পক্ষ থেকে বলা হয়েছিলো, বৃহস্পতিবারের ম্যাচে তারা মোস্তাফিজকে পেতে পারেন।
কিন্তু এমআরআই রিপোর্ট পাওয়ার পর জানা গেল, কাউন্টিতে এই মৌসুমেই আর খেলার সম্ভাবনা মোস্তাফিজুর রহমানের। এখন পরবর্তীতে মোস্তাফিজের ব্যাপারে কি পদক্ষেপ নেয়া হবে তা পরে জানাবে বিসিবি।