পুলিশী বাধা উপেক্ষা করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নগরজুড়ে বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৬, ৩:২১ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে, আগামীর রাষ্ট্রনায়ক, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলায় সাজা, জরিমানা ও গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে পূর্ব ঘোষিত স্থান থেকে কর্মসূচি পালনে পুলিশী বাধা উপেক্ষা করে নগরীতে পৃথক পৃথক ভাবে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় মিছিলে পুলিশী বাধা উপেক্ষা করে মিছিল বের করা হয়।
বুধবার বেলা ২টায় নগরীর রিকাবী বাজার, কাজীটুলা, কুমারপাড়া ও দক্ষিণ সুরমা কদমতলী এলাকা থেকে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় নেতৃবৃন্দরা বলেন, শহীদ জিয়া পরিবারকে অবৈধ বাকশালী সরকারের অপরাজনীতির শিকার। তারেুন্যের অহংকার তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনায়ককে প্রহসনের মিথ্যা মামলায় সাজা দিয়ে তারেক রহমানকে রাজনীতি থেকে বাইরে রাখার ষড়যন্ত্র চালাচ্ছে। নিম্ন আদালত থেকে বেকসুর খালাসপ্রাপ্ত মামলায় হাইকোর্টের সাজা সরকারের রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ। জাতীয়তাবাদী ছাত্রদল তারেক রহমানকে নিয়ে সরকারের যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। এবং অবিলম্বে এই ষড়যন্ত্রমুলক রায় বাতিল না করলে ছাত্রদল এদেশের আপামর ছাত্রজনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর সাধারন সম্পাদক আবু সালেহ লোকমান, জেলা সহ-সভাপতি চৌধুরী মো: সুহেল, মহানগর সহ-সভাপতি ফখরুল ইসলাম, মহানগর যুগ্ম সম্পাদক রুমেল শাহ, শাহেদ আহমদ চমন, আব্দুল জলিল, শেখ নুরূল ইসলাম, শাহেদ বখত, নজরুল ইসলাম, বেলায়েত হোসেন মোহন, আবু হানিফ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌ:, জেলা যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, মহানগর সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, মির্জা সম্রাট, আলতাফ হোসেন সুমন, এনামুল হক চৌ: শামীম, গোলাম মো: আজম, জামিল আহমদ, অলি চৌধুরী, জাকির আহমদ, সেলিম আহমদ সেলু, আবু বক্কর সিদ্দিকী বাবু, জাহেদ মাহমুদ তুহিন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, বদরুল ইসলাম, দেওয়ান রেজওয়ান, জামিল আহমদ তালুকদার, ফাহিম আহমদ চৌধুরী, ফখরুল ইসলাম রুমেল, আলী আব্বাস, শিহাব উদ্দিন শিহাব, কয়েস আহমদ, জাবেদ আলম কোরেশী, মলয় লাল ধর, মন্টু কুমার নাথ, রেজওয়ান আহমদ, আবুল কালাম খোকন, জাবেদ আহমদ,হাজী দিনার, কাওছার মাহমুদ সুমন, টিটন মল্লিক, আফজল খান পাপ্পু, আব্দুল খালিক মিন্টন, আশরাফ উদ্দিন রুবেল, এইচ.এম. ইকবাল, আহমেদ ফেরদৌস সাকের, কামরান আহমদ, ইমতেজার আহমদ, আব্দুল হাফিজ রানা, কফিল আহমদ প্রমুখ।