ওসমানীনগরে ছয় দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ৩:১৭:৫৩,অপরাহ্ন ২৭ জুলাই ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ
গত ছয় দিন ধরে সিলেটের ওসমানীনগরের মারদাসা ছাত্র ইমন আহমদ (১৫) নিখোঁজ রয়েছে। সে উপজেলার উছমানপুর ইউপির বাজিতপুর গ্রামের মৃত জাহির আলীর ছেলে ও স্থানীয় আবদুল বারী শহিদুন্নেছা একাডেমীর হিফজ বিভাগের ছাত্র। গত শুক্রবার জুমার নামাজে গিয়ে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান জানতে পারেননি। গতকাল বুধবার পুলিশকে বিষয়টি জানিয়েছেন নিখোঁজের স্বজনরা।
নিখোঁজের চাচাতো ভাই আলা উদ্দিন আল আজাদ জানান, তার ভাই শুক্রবার জুমার নামাজে গিয়ে এখনো বাড়ি ফিরেনি ইমন। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
ওসমানীনগর থানার ওসি আবদুল আওয়াল চৌধুরী বলেন, আজ (গতকাল) নিখোঁজের বিষয়টি মৌখিক ভাবে আমাদের জানানো হয়েছে। এব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।