৯০ মিলিয়ন ইউরোয় হিগুয়াইন জুভেন্টাসের!
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০১৬, ৬:৩০ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ অবশেষে স্বদেশী কিংবদন্তি দিয়োগো মারাডোনার হৃদয় ভেঙ্গে রেকর্ড ৯০ মিলিয়ন ইউরোয় নাপোলি ছাড়লেন হিগুয়াইন। মারাডোনা বলেছিলেন হিগুয়াইন নাপোলী ছাড়লে তার হৃদয় ভেঙ্গে যাবে। খেলোয়াড়ি জীবনে ক্লাবের হয়ে বড় বড় সাফল্যে পেয়েছিলেন সর্বকালের সেরা এই আর্জেন্টাইন মহানায়ক। মৌসুমে নাপোলীর হয়ে রেকর্ড গোল করা হিগুয়াইনকে পেতে ইতালীয়ান চ্যাম্পিয়ানরা দলবদলের মাঠে নামে। নাপোলী তাকে কিনতে আকাশ ছোয়া দাম লাগালেও পিছু হটেনি জুভেন্টাস, নাপোলীকে পুরো ৯০ মিলিয়ন ইউরো পরিশোধ করে তারা। এবং হিগুয়াইন কে বছরে আরো ৭ মিলিয়ন করে দিতে হবে। নাপোলীর ডাইরেক্টর মোরাত্তা বলেন, তাকে দলে রেখে দিতে আমাদের আপ্রান প্রচেষ্টা ছিলো। কিন্তু জুভেন্টাস তাকে দলে ভেড়াতে বিড়াট অঙ্ক অফার করে বসলে আমাদের আর কিছুই করার ছিলনা। গত মৌসুমে ৩৫ ম্যাচে ৩৬ গোল করা এই আর্জেন্টাইন জুভেন্টাসের আক্রমন ভাগে স্বদেশী প্রতিভাবান পাবলো দিবালার সাথে জুটি বাধবেন। লীগে এবং চ্যাম্পিয়ান্স লীগে ভালো করতে জুভরা এবার মাঠে নেমেছে। ইতিমধ্যেই দলে ভিড়িয়েছে বার্সেলোনার দানি আলভেস,রোমা থেকে ইয়ানিস, বায়ার্ন থেকে মেহদি বেনাতিয়াদের। -গোল ডটকম