বালাগঞ্জের নিজ গ্রামে চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক আবদুর রাহমান
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০১৬, ৫:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ :
দৈনিক কালের কন্ঠ পত্রিকার সিলেট ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ এম সাইফুর রহমান কলেজের প্রভাষক, সাংবাদিক আবদুর রাহমানকে তার গ্রামের বাড়িতে চির নিদ্রায় শায়িত করা হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটায় বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের খুজকীপুর গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ভাই মাওলানা আবু সাইদ।
জানাজা পূর্বে উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে মরহুমের মাগফেরাত কামনা করেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির সিলেট প্রতিনিধি একরামুল কবির, কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু। জানাজায় উপস্থিত ছিলেন- দৈনিক কালের কন্ঠের সিলেট ব্যুরো প্রধান আহমেদ নুর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেণু, কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান কলেজের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ আলম, মো. নওশাদ হোসেন সহ এলাকার সর্বস্থরের মানুষ। এর আগে মঙ্গলবার সকালে সিলেট প্রেসক্লাবে মরহুমের ১ম জানাযা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ীতে নিয়ে আসা হয়। এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আব্দুর রহমানের ছাত্র, সহকর্মী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ সহ এলাকার বিভিন্ন পেশার লোকজন তাদের প্রিয় এ মানুষটিকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন।
প্রসঙ্গত, সাংবাদিক আবদুর রাহমান সোমবার বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।