আটক ‘জঙ্গি’ যা বলল
প্রকাশিত হয়েছে : ৯:৫৫:২৫,অপরাহ্ন ২৬ জুলাই ২০১৬
সুরমা ডেস্কঃ
রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানা’ থেকে গুলিবিদ্ধ অবস্থায় আটক যুবক হাসান জানিয়েছে, সে ওই বাসায় রান্নার কাজ করত।
মঙ্গলবার কল্যাণপুরের ৫ নম্বর রোডের ৫ নম্বর ভবনে চালানো পুলিশের অভিযানে ৯ জন নিহত হয়। একজনকে আটক করে পুলিশ। আটক হাসানকে (২৫) আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে নিহতরা সবাই জঙ্গি।
হাসান পুলিশকে জানায়, তার বাড়ি বগুড়ার জীবন নগর। সে শাহ সুলতান কলেজের ছাত্র। এক বছর আগে ‘জঙ্গিদের’ সঙ্গে তার পরিচয় হয়। সে তাদের বাবুর্চি হিসেবে কাজ করতো। মেসে তারা ১১ জন ছিলেন। কল্যাণপুরের মেসটি ঈদের পর তারা ভাড়া নেন। এক মাসের মধ্যে তাকে ভবন থেকে নিচে নামতে দেওয়া হয়নি।
হাসান নিহত ৯ জনের পরিচয় জানিয়েছে। তারা হলো- রবিন, সাব্বির, তাপস, অভি, আতিক, সোহান, ইমরান, ইকবাল ও হাসান।