বালাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২:০৬:২৫,অপরাহ্ন ২৫ জুলাই ২০১৬
বালাগঞ্জ প্রতিনিধি :
সিলেটের বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশের বিরল প্রজাতির মাছ রক্ষায় কারেন্ট জাল, বস্তাজাল নির্মুল করতে সবাই একযোগে কাজ করতে হবে। বালাগঞ্জ উপজেলার মৎস্য সম্পদকে রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
সোমবার বিকালে বালাগঞ্জ উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে মুল্যায়ণ, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক। মৎস্য অফিসের তথ্য সহকারী রাখাল চন্দ্র বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন বালাগঞ্জ সাংবাদিক রজত দাস ভুলন, মোঃ কাজল মিয়া, মৎস্য অফিসের আব্দুস সালাম, অফিস সহকারী মোক্তাদির মিয়া, সিএ সিরাজুল ইসলাম (শাহজাহান) সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউএনও এটিএম আজহারুল ইসলাম সফল তেলাপিয়া চাষী হোসনপুর গ্রামের মোঃ খালেদ আহমদ, সফল কার্প মিশ্রচাষী রাধাকোনা গ্রামের গোপাল চন্দ্র বিশ্বাস ও সফল কার্প রেনু চাষী রাধাকোনা গ্রামের মোঃ মাখন মিয়াকে ক্রেষ্ট প্রদান করেন।