সাংবাদিক আবদুর রাহমান আর নেই
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৬, ১:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ :
দৈনিক কালের কন্ঠের সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক আবদুর রাহমান (৪২) আর নেই। সোমবার বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি…রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সহকর্মীরা ভিড় করেন। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সাংবাদিক আবদুর রাহমান দীর্ঘদিন থেকে ক্যান্সারে ভূগছিলেন।
তার মরদেহ বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের খুসকিপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে তার দাফন সম্পন্ন হবে বলে দৈনিক কালের কন্ঠ সিলেট অফিস সূত্রে জানা গেছে।