শেন ওয়ার্নের পছন্দের ব্যাটসম্যান আশরাফুল!
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৬, ১২:৪৬ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ তাকে ‘স্পিনের রাজা’ বললেও বেশি বলা হবে না; কিংবদন্তি বললেও কম বলা হবে। সেই শেন ওয়ার্ন যখন কোনো কিছু বলেন, তখন সেটাকে আলাদা গুরুত্ব দিতেই হবে। অস্ট্রেলিয়ান এই লেগ স্পিনার জানালেন বাংলাদেশে তার প্রিয় ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। স্কাই স্পোর্টসের সাথে মিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, অস্ট্রেলিয়া বাদে টেস্ট খেলুরে সবগুলো দেশ থেকে নিজের প্রিয় ব্যাটসম্যান বেছে নিয়েছেন তিনি। আর তার মধ্যে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবাল, সাকিব আল হাসান কিংবা হাবিবুল বাশার সুমন নন, ওয়ার্ন এগিয়ে রাখলেন ফিক্সিংয়ের দায়ে বর্তমানে নিষিদ্ধ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে। এক ভিডি বার্তায় শেন ওয়ার্ন নিজের পছন্দের ব্যাটসম্যানদের কথা জানান। তার এই তালিকায় আশরাফুল ছাড়া আরো আছেন – ভারতের শচিন টেন্ডুলকার, ইংল্যান্ডের গ্রাহাম গুচ, নিউজিল্যান্ডের মার্টিন ক্রো, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, পাকিস্তানের সাঈদ আনোয়ার, শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভা ও জিম্বাবুয়ের ডেভিড হফটন। তবে, দক্ষিণ আফ্রিকা দলের থেকে তিনি নিশ্চিত করে কারো নাম বলতে পারেননি। সেখানে শেন ওয়ার্ন যৌথভাবে রেখেছেন জ্যাক ক্যালিস ও হ্যান্সি ক্রনিয়েকে।