এমপিদের চোর বলে তোপের মুখে ইনু; পরে ক্ষমা প্রার্থনা
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৬, ১২:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
মন্ত্রীসভার বৈঠকে সোমবার টিআর-কাবিখা নিয়ে দুনীর্তি সম্পর্কিত বক্তব্য দিয়ে তোপের মুখে পড়েন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মন্ত্রীসভার বৈঠকে তার এই বক্তব্যের ব্যখ্যা চাওয়া হলে তথ্যমন্ত্রী এর জন্য দুঃখ প্রকাশ করেন বলেও জানা গেছে। এছাড়া সোমবার এক বিবৃতির মাধ্যমেও দুঃখ প্রকাশ করেন তথ্যমন্ত্রী।
তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদের পাঠানো বিবৃতিতে জানানো হয়, টিআর-কাবিখা প্রসংগে প্রকাশিত সংবাদের বিষয়ে তার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে কোনো বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হলে বা কেউ এতে দুঃখ পেয়ে থাকলে তা অনভিপ্রেত।
হাসানুল হক ইনু তার বিবৃতিতে বলেন, ‘টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচিতে অতীতের সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতি অবসানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আন্তরিকতা তুলে ধরতে গিয়ে আমি ক্ষেত্র বিশেষে ঘটনার উদাহরণ হিসেবে দুর্নীতির কথা উল্লেখ করেছি। ঢালাওভাবে কাউকে লক্ষ্য করে বলিনি।’
মন্ত্রী আরো বলেন, ‘আমি নিজে একজন সংসদ সদস্য হিসেবে সংসদ সদস্যসহ সব জনপ্রতিনিধিদের আন্তরিকভাবে সম্মান করি। সেই সম্মান অক্ষুন্ন রয়েছে। তারপরও কেউ যদি অনভিপ্রেতভাবে দুঃখ পেয়ে থাকেন, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’
মন্ত্রীসভার বৈঠকে সোমবার টিআর-কাবিখা নিয়ে দুনীর্তি সম্পর্কিত বক্তব্য দিয়ে তোপের মুখে পড়েন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মন্ত্রীসভার বৈঠকে তার এই বক্তব্যের ব্যখ্যা চাওয়া হলে তথ্যমন্ত্রী এর জন্য দুঃখ প্রকাশ করেন বলেও জানা গেছে। এছাড়া সোমবার এক বিবৃতির মাধ্যমেও দুঃখ প্রকাশ করেন তথ্যমন্ত্রী।
তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদের পাঠানো বিবৃতিতে জানানো হয়, টিআর-কাবিখা প্রসংগে প্রকাশিত সংবাদের বিষয়ে তার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে কোনো বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হলে বা কেউ এতে দুঃখ পেয়ে থাকলে তা অনভিপ্রেত।
হাসানুল হক ইনু তার বিবৃতিতে বলেন, ‘টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচিতে অতীতের সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতি অবসানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আন্তরিকতা তুলে ধরতে গিয়ে আমি ক্ষেত্র বিশেষে ঘটনার উদাহরণ হিসেবে দুর্নীতির কথা উল্লেখ করেছি। ঢালাওভাবে কাউকে লক্ষ্য করে বলিনি।’
মন্ত্রী আরো বলেন, ‘আমি নিজে একজন সংসদ সদস্য হিসেবে সংসদ সদস্যসহ সব জনপ্রতিনিধিদের আন্তরিকভাবে সম্মান করি। সেই সম্মান অক্ষুন্ন রয়েছে। তারপরও কেউ যদি অনভিপ্রেতভাবে দুঃখ পেয়ে থাকেন, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’