ওসমানীনগরে ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৬, ৬:২৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ওসমানীনগর উপজেলার নব নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে ওসমানীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের মধ্যে ৭১টি ওয়ার্ডের ৭১জন ইউপি সদস্য ও ২৪টি সংরক্ষিত মহিলা আসনের ২৪জন মহিলা সদস্যকে শপথ পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী।
রির্টানিং কর্মকর্তা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুনের পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, ওসমানীনগর উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, বর্তমান সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, তাজপুর ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী, সাদীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রব, দয়ামীর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, উমরপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএফ আলী ফয়েজ, সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, উমরপুরের ইউপি সদস্য আব্দুল খালিক, সাদীপুরের ইউপি সদস্য বখতিয়ার আহমদ, পশ্চিম পৈলনপুরের ইউপি সদস্য জয়নুল হক ধন মিয়া, শাহেন আহমদ প্রমুখ।
গোয়ালাবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে ছলিম আহমদ ও ইমান আলী ৪০১ ভোট পেয়ে সমান সমান হওয়ায় এ ওয়ার্ডে পূণরায় নির্বাচন হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।