সুরমা নিউজঃ উপজেলা পর্যায়ে সরকারি বরাদ্দের অর্ধেকই সংসদ সদস্যদের (এমপি) পকেটে চলে যায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ রোববার রাজধানীর আগারগাওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ‘গ্লোবাল সিটিজেন ফোরাম অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট, চতুর্থ বাংলাদেশ সামিট: টেকসই উন্নয়ন ২০১৬’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, আমি তো এমপি আমি জানি, টিআর কীভাবে চুরি হয়। সরকার ৩০০ টন দেয়, এরমধ্যে এমপি সাহেব আগে দেড়শ’ টন চুরি করে নেয়। তারপর অন্যরা ভাগ করে। সব এমপি করে না। তবে এমপিরা করেন। মন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন বাস্তবায়নের জন্যে আমাদেরকে দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। এ জন্য উপজেলা পর্যায়ের এই দুর্নীতি প্রতিরোধে উন্নয়ন বাজেটের অর্থ কেন্দ্র থেকে ট্রান্সপোর্ট অব রেফারেন্সের (টিওআর) মাধ্যমে সরাসরি ইউনিয়ন পরিষদের বাজেটে দিতে হবে। তাহলে দুর্নীতি কমবে এবং টেকসই উন্নয়ন সম্ভব হবে।এছাড়া দেশের প্রতিটি স্তরেই এখন তথ্য-প্রযুক্তির প্রয়োজন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আজ থেকে সাত বছর আগে এটা কেও অনুধাবন করেনি। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে রাজনৈতিক বক্তব্যের ন্যায় ডিজিটাল বাংলাদেশ প্রণয়নের কথা অঙ্গিকার করেছেলেন। তখন বিরোধী দলসহ সবাই এটার সমালোচনা করেছিল। কিন্তু এখন এটার তাৎপর্য সবাই বুঝছে।এ সময় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মনজুরুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত এবং জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন প্রমুখ বক্তৃতা দেন।খলীকুজ্জামান বলেন, বাংলাদেশে এখন ৩ কোটি দরিদ্র মানুষ আছেন, এর মধ্যে অতিদরিদ্র প্রায় দুই কোটি। প্রত্যেক গ্রামে-গঞ্জে তথ্য নিয়ে দারিদ্র্য দূর করতে হবে। বহুমাত্রিক দারিদ্র দূরিকরণে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি সরকার যে প্রকল্প নিয়েছে তা যথাযথবাবে সম্পন্নের দাবি জানান তিনি।স্বাস্থ মন্ত্রণালয়ের সচিব মনজুরুল ইসলাম বলেন, মিলিনিয়াম ডেভেলোপমেন্ট গোল (এমডিজি) এর যে লক্ষ্যমাত্রা ছিল তার অগ্রগতীতে বাংলাদেশ বিশ্বে সুনাম অর্জন করেছে।তিনি বলেন, আমাদের গড় আয় এবং আয়ু দুটোই বেড়েছে। আমরা উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি। সাসটেইনেবল ডেভেলোপমেন্ট গোল (এসডিজি) অর্জনে একটি সমন্বিত সহযোগিতা প্রয়োজন।