জানেন কি সাসেক্সে হয়ে খেললে মোস্তাফিজের আয় কত ?
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৬, ৬:১৯ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক : অনেকের মনে প্রশ্ন- মোস্তাফিজের এখানে খেলে আয় কত? অর্থের পরিমণে আইপিএল থেকে তিনি যা আয় করেছেন তার চেয়ে অনেক কম।
ক্লাব পর্যায়ে ইংলিশ কাউন্টির কোনো দলে খেলা একজন ক্রিকেটারের স্বপ্ন থাকে। এখানে খেলা সবচেয়ে সম্মানের মনে করা হয়। ক্লাব ক্রিকেটে সবচেয়ে বেশি অর্থের ছড়াছড়ি ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল)। ইংলিশ কাউন্টিতে অতো অর্থ নেই। তবে আছে সম্মান। সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলছেন মোস্তাফিজুর রহমান। সাসেক্সের হয়ে তার দুর্দান্ত অভিষেক হয়েছে। প্রথম ম্যাচেই এসেক্সের বিপক্ষে তিনি নিয়েছেন ২৩ রানে ৪ উইকেট। সাসেক্স মোস্তাফিজকে দলে নিয়েছে ৩০ হাজার পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩০ লাখ টাকা। সম্প্রতি পাউন্ডের দাম পড়ে না গেলে পরিমাণটা ৩৫ লাখ টাকা হতো। আইপিএলের তুলনায় এই পরিমাণ খুবই কম। সানরাইজার্স হায়দরাবাদ থেকে মোস্তাফিজ চুক্তি থেকেই আয় করেন ১ কোটি ৭৫ লাখ টাকা। এছাড়া ম্যাচ ফি, পুরস্কার ও চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো আলাদা টাকা ছিলই। আইপিএল থেকে বেশি অর্থ আয় করলেও ইংলিশ কাউন্টি খেলে তিনি বেশি সম্মান পাচ্ছেন। মোস্তাফিজ সাসেক্সের হয়ে ৭ ম্যাচ খেলার সুযোগ পাবেন। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ও ওয়ানডে কাপে সাসেক্স পরের রাউন্ডে উঠলে ম্যাচের সংখ্যা আরো বেড়ে যাবে।