গোলাপগঞ্জে মৎস্যজীবিদের সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৬, ৪:৫৩ অপরাহ্ণ
গোলাপগঞ্জ সংবাদদাতা:
গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজারে মৎস্যজীবিদের জীবনমান উন্নয়ন বিষয়ক এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, মৎস্যজীবিদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। মৎস্যজীবিদেরকে সম্মান জানাতে কার্ড দেয়া হচ্ছে। এছাড়া স্বল্প মূল্যে চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের লক্ষে বিশেষ সুবিধা দেয়া হয়েছে।
তিনি মৎস্যজীবিদের উদ্দেশ্যে বলেন, পোনা ও ডিমওয়ালা মাছ ধরলে মাছের বংশবিস্তার রক্ষা করা যাবে না। মৎস্যজীবিরাই মাছের বংশ রক্ষায় সবচেয়ে বেশী ভূমিকা পালন করতে হবে।
রবিবার বেলা সাড়ে ১১টায় চৌধুরী বাজারে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফনিন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী মাস্টার ছায়াদ আহমদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌরীন করিম, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, উপজেলা মৎস্যজীবি সমিতির সেক্রেটারী নুরুল ইসলাম, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী ইসমাঈল আলী।
বক্তব্য রাখেন তরুণ সমাজসেবী জাপা নেতা খলকুর রহমান, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিজাম উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল মালিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় মৎস্যজীবিদের পক্ষ থেকে খলিলুর রহমান।
এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী শফিকুল ইসলাম, সাংবাদিক চেরাগ আলী, যুক্তরাজ্য প্রবাসী পাকি মিয়া, কুটু চান, শিক্ষক মাওলানা নজরুল ইসলাম, ইউপি সদস্য সায়িদ আহমদ, সমাজসেবী আব্দুল মুকিত ললাই, তরুন সমাজসেবী আলিম উদ্দিন বাবলু, আছগর হোসেন, জিয়াউর রহমান, মৎস্যজীবি প্রতিনিধি আব্দুস সত্তার, নিজাম উদ্দিন, ফারুক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।