বালাগঞ্জে ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১:৪৭:৪০,অপরাহ্ন ২৪ জুলাই ২০১৬
বালাগঞ্জ প্রতিনিধি :
বালাগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ বাক্যপাঠ করান ইউএনও এটিএম আজারুল ইসলাম।
রবিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা হলরুমে শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ ইউএনও এটিএম আজারুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদাল মিয়া। বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মাওঃ সৈয়দ আলী আজগর, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রেফা বেগম, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার, বোয়ালজুড় ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, পূর্ব পৈলনপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন, দেওয়ানবাজার ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমুল ইসলাম নজম, পশ্চিম গৌরিপুরের ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আমীরুল ইসলাম মধু, বালাগঞ্জ সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মুনিম, পূর্ব গৌরিপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, ইউপি সদস্যদের মধ্যে শিহাব আহমদ, সৈয়দ লিয়াকত আলী, এস এম সাহেদ আহমদ, ফজির উদ্দন আহমদ, রিয়াদ আহমদ, আবু নাসের রায়েল।
উপস্থিতি ছিলেন সাংবাদিক রজত দাস ভুলন, জিল্লুর রহমান জিলু, এসএম হেলাল, মোঃ কাজল মিয়া, সিএ সিরাজুল ইসলাম শাহজাহান, সিএ আবুল কালাম আজাদ ও হিন্দু বিবাহ নিবন্ধক নয়ন তালুকদারসহ বিভিন্ন প্রশাসিনক কর্মকর্তা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউপি সদস্য সদস্যবৃন্দ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউপি সদস্য শিব্বির আহমদ ও গীতা পাঠ করেন চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস প্রমুখ।