কুতকুত খেলছে কোরিয়ান শিশুরা !
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৬, ১১:৩০ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃকোরিয়ার জনপ্রিয় সংবাদ মাধ্যম নিউজ ওয়ান একটি ছবি প্রকাশ করে যেখানে কোরিয়ান শিশুদেরকে কুতকুত খেলা শিখতে দেখা যায়। সিউলের ইয়াংছন পার্কে কোরিয়ান শিশুদের জনপ্রিয় এই খেলাটি শিখাচ্ছিলেন কোরিয়া প্রবাসী রাফি। সিউলের ইয়াংছন জেলা প্রতিমাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার শিশুদেরকে বিভিন্ন ধরণের জনপ্রিয় খেলাগুলো শিখিয়ে থাকে। এর অংশ হিসেবে গতকাল বাংলাদেশের গ্রামীণ এই খেলাটি শেখানো হয়।