আজ খেলছেন না মুস্তাফিজঃ হতাশ ব্রিটেনের ক্রিকেট প্রেমীরা
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৬, ১১:২০ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ কাঁধের পুরোনা সমস্যা অনুভূত হওয়ায় আজ সাসেক্সের ওয়ানডে ম্যাচে খেলতে পারছেননা দ্যা ফিজ।আইপিএল থেকে কাঁধের ব্যাথা নিয়ে ফিরলে টানা দুই মাসের পুনর্বাসন প্রক্রিয়ায় তাকে সেরে তুলা হয়। জাতীয় দলের ফিজিও গ্রীন সিগনাল দেয়ার পর তিনি কাউন্টিতে খেলতে আসেন। দুইটি টি২০ তে মাত্র ৮ ওভার বোলিং করেই আবারো কাঁধের ব্যাথা ফিরে আসায় প্রশ্ন থেকেই যায় কি চিকিৎসা করলেন ফিজিও? প্রথম ম্যাচে দ্যা ফিজের অসাধারন পারফরম্যান্স আগ্রহ তৈরী করেছিল সবার মধ্য। বিশেষ করে ব্রিটেনে বসবাসরত ক্রিকেট প্রেমীদের। আজকের ওয়ানডে দেখেতে অনেকেই অগ্রিম টিকেট ও কেটে রেখেছিলেন। ম্যাচের আগে জানিয়ে দেয়া হয় মুস্তাফিজ আজ খেলছেন না। হতাশ অনেকেই ম্যাচ না দেখে ফিরে গেছেন। তারা যে শুধু একজনের ওই দশটি ওভার দেখতে এসেছিলেন।