লামাকাজিতে অটোরিকশা-বাস সংঘর্ষ; নিহত ২
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৬, ৮:২০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট শহরতলির লামাকাজি বাজারে বাসচাপায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সিএনজি অটোরিকশাচালক, অপরজন অটোরিকশাযাত্রী এক শিশু। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট নগরীর জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন সুরমা নিউজকে জানান, সুনামগঞ্জ থেকে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস সিলেট অভিমুখে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে লামাকাজি বাজারে চাপা দেয় দ্রুতগতির বাসটি। এতে অটোরিকশাচালক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অটোরিকশার যাত্রী এক শিশুকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
এদিকে দুর্ঘটনার পরই স্থানীয় জনতা বাসচালককে আটক করে বলে জানিয়েছেন ওসি আখতার। পরে ওই বাসচালককে পুলিশ আটক করেছে বলেও জানান তিনি।
তবে দুর্ঘটনায় নিহত ও আটক বাসচালকের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি আখতার। তিনি বলেন, ‘আমি এখন নিজের চিকিৎসার জন্য হাসপাতালে আছি। এই মুহুর্তে সব বলতে পারছি না।’