লুৎফুর রহমানকে আনোয়ারুজ্জামান চৌধুরীর অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৬, ৮:০৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট লুৎফুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
এক অভিনন্দন বার্তায় আনোরুজ্জামান চৌধুরী বলেন, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এডভোকেট লুৎফুর রহমানকে জীবনের শেষ প্রান্তে বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনা প্রশাসক নিয়োগ দিয়ে যে মূল্যায়ন করেছেন সেজন্য সিলেটবাসী চিরঋনী এবং কৃতজ্ঞ। এর মাধ্যমে সিলেট আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের চাওয়া-পাওয়ার প্রতিফলন হয়েছে। এডভোকেট লুৎফুর রহমান তার দীর্ঘ জীবনে সৎ নিষ্টা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী এডভোকেট লুৎফুর রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।