বিশ্বনাথের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে :শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৬, ৭:৪৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি অঞ্চলের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার। দেশের অন্যান্য স্থানের মতো ২০১৮ সালের মধ্যে বিশ্বনাথের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছে, তখনই দেশের মানুষ কিছু না কিছু পেয়েছেন। তিনি আরও বলেন, ৭১’র যুদ্ধাপরাধীদের সঙ্গি-সাথী ও দুসরা দেশে জ্বালাও-পুড়া করছে। জঙ্গি হামলা করে দেশি-বিদেশি মানুষকে হত্যা করে বিশ্বের কাছে বাংলাদেশের সুনাম নষ্ঠ করার কাজে লিপ্ত রয়েছেন। বাঁধাগ্রস্থ করার পায়তারা করছে সরকারের উন্নয়ন কর্মকান্ডকে।
তিনি গত শনিবার সিলেটের বিশ্বনাথে উপজেলার নওধার পূর্বপাড়া গ্রামে প্রায় ১৯ লাখ ১৯ হাজার টাকা ব্যয়ে ১.০১৬ কিলোমিটার বিদ্যুতায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। এতে গ্রামের আরোও ৬৮টি পরিবার বিদ্যুৎ সেবার আওতায় আসলেন। প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকায় ভোট দেওয়ায় বাংলার মানুষ পেয়ে ছিলেন স্বাধীন রাষ্ট্র। আর শেখ হাসিনার নৌকায় ভোট দেওয়ায় বাংলার মানুষ পেয়েছেন বছরের শুরুতে বিনামূল্যে বই, উপবৃত্তি, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা’সহ নানান সুযোগ সুবিধা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য প্রযুক্তি, যোগাযোগ’সহ দেশের সকল ক্ষেত্রে সমভাবে বাস্তবায়িত হচ্ছেন নানান উন্নয়ন কর্মকান্ড।
রামাপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের মকদ্দুছ আলীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা মনসুর আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, পল্লী বিদ্যুৎ সমিতির বিশ্বনাথ শাখার ডিজিএম কমলেশ চন্দ্র বর্মন, রামাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, রামাপাশা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী রকিব আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন যুবলীগ নেতা সাহাব উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামাপাশা ইউপি সদস্যা রুশনারা বেগম, আওয়ামী লীগ নেতা হাজী আবদুল গফুর, মনিরুজ্জামান লিলু, জুয়েল আহমদ চেরাগ, উপজেলা সেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক সেলিম আহমদ, যুবলীগ নেতা সাদ নুর, মোহন মিয়া, রামাপাশা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবুল হাসান, তথ্য সম্পাদক দুদু মিয়া, সিলেট মহানগরের ২১নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সরপ উদ্দিন প্রমুখ।