নতুন জেলা প্রশাসককে অভিনন্দন মুহিবুর রহমানের
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৬, ১:০২ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ এডভোকেট লুৎফুর রহমানকে সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান।
এক অভিনন্দন বার্তায় মুহিবুর রহমান বলেন, একজন পরিচ্ছন্ন রাজনীতিবদি এডভোকেট লুৎফুর রহমানকে জীবনের শেষ লগ্নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রশাসক নিয়োগ দিয়ে যে মূল্যায়ন করেছেন সেজন্য সিলেটবাসী তার কাছে চিরঋনী এবং কৃতজ্ঞ। এর মাধ্যমে সিলেট আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের চাওয়া-পাওয়ার প্রতিফলন হয়েছে। এডভোকেট লুৎফুর রহমান তার দীর্ঘ জীবনে সৎ নিষ্টা ও জাতির জনকের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বিবৃতিতে এডভোকেট লুৎফুর রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন মুহিবুর রহমান।