তারেক রহমানের বিরুদ্ধে রায়ে দেশে দেশে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৬, ১২:২৮ পূর্বাহ্ণ
লন্ডন অফিস:
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে একটি মামলায় ৭ বছরের কারাদন্ড ও অর্থদণ্ড দেওয়ায় বহির্বিশ্ব বিএনপি বিক্ষোভ করেছে । বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিএনপির ও তার অঙ্গসংগঠণ গুলো প্রতিবাদ কর্মসূচী পালন করছে।কারাদন্ডের বিরুদ্ধে তারা নিন্দাও প্রতিবাদ জানিয়ে সভা করেছেন। সৌদিআরব, বেলজিয়াম, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স কানাডা, ইতালী, ডেনমার্ক, নরওয়ে, রাশিয়া, হলান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, জার্মান আয়ারল্যান্ড, স্পেন, পর্তুগাল ,কাতার, বাহরাইন, মালয়েশিয়া, কুয়েত, আবুধাবী, ওমান, জাপান, কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসুচী।
তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায়ের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তাকে ভয় পেয়েই অবৈধ সরকার তাকে মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। তারেক রহমানের বিরুদ্ধে এই মামলা ও রায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যার কোনো ভিত্তি নেই। তারা বলেন, যে মামলায় তিনি আগেই খালাস পেয়েছেন সেই মামলায়তাকে সাজা দেয়া রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। বক্তারা দেশে বিদেশে সকলকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
যুক্তরাজ্য :
রায়ের প্রতিবাদে তাৎক্ষনিক প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য বিএনপি এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদর পরিচালনায় সভায় যুক্তরাজ্য বিএনপি যুবদল ছাত্রদল নেতৃবৃন্ধ বক্তব্য রাখেন।
বেলজিয়াম:
বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলজিয়াম বিএনপির সাবেক সহসভাপতি আহমেদ সাজার সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদকইকবাল হোসেন বাবুর পরিচালনায় এতে বেলজিয়াম বিএনপির নেতৃবৃন্ধ বক্তব্য রাখেন।
জার্মান:
জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ গনি সরকার ও যুগ্ম-সম্পাদক মুস্তাক খানের পরিচালনায় প্রতিবাদ সভায় জার্মান বিএনপি যুবদল ছাত্রদল বক্তব্য রাখেন।
ফ্রান্স:
ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুলের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এম এ তাহেরের পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অষ্ট্রিয়া:
অষ্ট্রিয়া বিএনপির সভাপতি নেয়ামুল বশিরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক হানিফ ভুইয়ার পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আয়ারল্যান্ড:আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসিরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক তালুকদার আজাদের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ইতালি:ইতালি বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্টিত হয় ।
ডেনমার্ক:ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনিরের সভাপতিত্ব ওসাধারণ সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্টিত হয় ।
ফিনল্যান্ড:ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনির সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক জুলফিকার আশরাফ সাগরের পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
হল্যান্ডঃ হলান্ড বিএনপির সভাপতি শরিফ উদ্দীনের সভাপতিত্ব ও সাধারণসম্পাদক আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্টিত হয় প্রতিবাদ সভা ।
সুইডেন:সুইডেন বিএনপির সভাপতি এমদাদ হোসেন কচির সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক নাজমুল আবেদীন মোহনের পরিচালনায় অনুষ্টিত হয় প্রতিবাদ সভা ।
নরওয়ে: নরওয়ে বিএনপির সভাপতি বাদল ভুইয়ার সভাপতিত্ব ও সাধারণসম্পাদক সাগর এর পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্টিত হয় ।
সৌদিআরব: বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক নজরুলইসলাম পরিচালনায় অনুষ্টিত হয় প্রতিবাদ সভা ।
জেদ্দা মহানগর:জেদ্দা মহানগর বিএনপি’ প্রতিবাদ সভার আয়োজনকরে। জেদ্দা মহানগর বিএনপি’র আহবায়ক আজাদ চয়নের সভাপতিত্ব ওসদস্য সচিব মনিরুজ্জামান তপনের পরিচালনায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন ।
কাতার: কাতার বিএনপির আহ্বায়ক শহিদুল হক এর সভাপতিত্ব ও সদস্যসচিব শরিফুল হক সাজুর পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয় ।
জানা গেছে বহির্বিশ্ব বিএনপির নেতা কর্মীরা স্বেচ্ছা কারাবরন সহ নানা কর্মসূচী নিয়ে কনভেনশন করার পরিকল্পনা করছেন।