বিশ্বনাথ-মুফতিরগাঁও সড়ক এখন মরণ ফাঁদ
প্রকাশিত হয়েছে : ৯:১০:০২,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৬
বিশ্বনাথ সংবাদদাতা :
সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নস্থ ‘বিশ্বনাথ-মুফতিরগাঁও স্কুল সড়ক’। দীর্ঘদিন ধরে সড়কটির এমন করুণ অবস্থা থাকলেও তা সংস্কারে এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিস্ট কর্তৃপক্ষ রয়েছেন উদাসিন। ফলে অনেকটা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে স্কুলগামী প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীসহ এলাকাবাসীকে।
ভাঙ্গনের ফলে প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্যর সড়কে রয়েছে ছোট-বড় প্রায় অর্ধ-শতাধিক গর্ত। এরমধ্যে একাধিক স্থানে থাকা বড় গর্তগুলোকে মিনি পুকুর বলে অভিহিত করেছেন এলাকাবাসীর। এসব গর্তে পড়ে প্রতিদিনই ছোট-বড় একাধিক দূর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। বিশ্বনাথে গুরুত্বপূর্ন একাধিক সড়কের মতো ‘বিশ্বনাথ-মুফতিরগাঁও স্কুল সড়কটি’ যথা সময়ে সংস্কার না হওয়ার কারণে সবচেয়ে বেশি দূর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী-রোগীদেরকে।
মুফতিরগাঁও গ্রামের মানিক মিয়া বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা সদরের প্রান কেন্দ্রের সড়কটির এমন করুণ অবস্থা থাকলে, প্রত্যন্ত অঞ্চলের অবস্থা কি তা চিন্তা করাও যায়না।
মুফতিরগাঁও স্কুলের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, সামান্য বৃষ্টি হলেই বৃষ্টির পানিতে গর্তগুলো ভরাট হয়ে যায়। তখন চলাচল করতে আমাদের অনেক কষ্ঠ হয়। প্রায়ই এসব গর্তে পড়ে আমাদের বই ও জামা-কাপড় ভিজে যায়।
সিএনজি চালক কুদ্দুছ আলী বলেন, বৃষ্টি হলে সড়কে থাকা গর্তগুলো পানিতে ভরে যায়। ফলে এসড়ক দিয়ে গাড়ী চালানো যায় না। অল্প জায়গার জন্য আমাদেরকে অনেটা জায়গা ঘুরে যেতে হয়। গাড়ীরও ব্যাপক ক্ষতি হয়।
স্থানীয় এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, বর্ষা মৌসুম শেষ হলে সড়কটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।