কাবুলে বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ৮০
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৬, ৮:৫৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার হাজারা সম্প্রদায়ের বিক্ষোভে দুটি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ৮০ জন। এতে আহত হয়েছে দুই শতাধিক লোক।
এদিকে ভয়াবহ এ হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে আইএসের দায় স্বীকারের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি আফগান পুলিশ। আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
কয়েক লাখ ডলার ব্যয়ে নির্মাণাধীন বিদ্যুৎ লাইন প্রকল্প ঘিরে শনিবার কাবুলে বিক্ষোভে নামে হাজারা সম্প্রদায়ের লোকেরা। হাজারা সম্প্রদায়-অধ্যূষিত বামিয়ান প্রদেশের ওপর দিয়ে এ বিদ্যুৎ লাইন নেওয়ার দাবি জানায় তারা। তবে কর্তৃপক্ষে দাবি, ব্যয় কমানোর জন্য সোজা পথে নেওয়া হচ্ছে বিদ্যুৎ লাইন।
বিভিন্ন দিক থেকে বঞ্চিত বামিয়ান প্রদেশের ওপর দিয়ে এ বিদ্যুৎ লাইন নেওয়া হলে, সব দিক থেকে তারা উপকৃত হবে- এমন দাবি জানিয়েছে হাজারা বিক্ষোভকারীরা। মধ্য এশিয়ার তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে এ বিদ্যুৎ লাইন দেওয়া হবে।
বিস্ফোরণস্থলে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারেনি। হাজারা বিক্ষোভকারীরা যেন কূটনৈতিক এলাকা ও প্রেসিডেন্টের বাসভবনের দিকে যেতে না পারে, সেজন্য ব্যারিকেড দিয়ে ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। শনিবারের এ বিক্ষোভকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
গতকাল আফগান সরকার জানায়, বিক্ষোভে বোমা হামলা হতে পারে- এমন তথ্য রয়েছে তাদের হাতে। তবে এ হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। রমজান মাস থেকে নতুন ঘোষণা দিয়ে আফগানিস্তানে হামলা চালিয়ে আসছে তালেবান।
বিক্ষোভ সংগঠক জাওয়াদ নাজি জানিয়েছেন, যখন আমি বিস্ফোরণের শব্দ শুনলাম, তখন আমি বিক্ষোভকারীদের মধ্যে ছিলাম। অনেক লোক নিহত বা আহত হয়েছেন। আমি গভীর শোকাহত।