বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৬, ২:৪২ অপরাহ্ণ
বিশ্বনাথ সংবাদদাতা:
সিলেটের বিশ্বনাথে শনিবার সকালে শিশুদের ঝগড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের ইকবালপুর গ্রামের আবদুল হামিদ ও নূর মিয়া পক্ষের লোকজনের মধ্যে এ ঘটনাটি সংঘটিত হয়েছে। এলাকাবাসীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আহতরা হলেন- ইকবালপুর গ্রামের সুফিয়া বেগম, আবদুল হামিদ, ছালিক আহমদ, তানবির আহমদ, নূর মিয়া, সুরতুন বেগম, তবারক আলী, বাদশা মিয়া। এর মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি এলাকার গণমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে আপোষ-মিমাংশার সমাধান করার চেষ্টা চলছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক।