বিশ্বনাথে জামায়াত নেতাসহ ৬জন আটক
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৬, ২:১৭ অপরাহ্ণ
বিশ্বনাথ সংবাদদাতা :
সিলেটের বিশ্বনাথে শুক্রবার রাতে পৃথক অভিযানে এক পলাতক জামায়াত নেতা ও মদসহ পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। আটক জামায়াত নেতা শামিম আহমদ (৩৪) উপজেলার সমসপুর গ্রামের মৃত মনোহর আলীর পুত্র ও দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি।
মদসহ আটককৃতরা হলেন উপজেলার পুরানগাঁও গ্রামের মৃত ছালিম উল্লাহর পুত্র রফিক আলী (৪৫), আনরপুর গ্রামের আবদুন নূরের পুত্র সাইদুর রহমান (২২), আপ্তাব আলীর পুত্র মুজিবুর রহমান (২৫), উত্তর দশপাইকা গ্রামের আপ্তাব মিয়ার পুত্র রুমান মিয়া (২৬), দক্ষিণ দশপাইকা গ্রামের মৃত আরজ আলীর পুত্র সেবুল মিয়া (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার এসআই রাজিব রহমানের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাতে সমসপুর এলাকা থেকে পলাতক জামায়াত নেতা শামীমকে এবং দশপাইকা বাজার এলাকা থেকে বিক্রি ও সেবনকালে দেশীয় সাড়ে ৪ লিটার মদসহ পাঁচজনকে আটক করে। মদসহ আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই জানান, আটক ৬জনকে শনিবার বিকেলে আদালতে প্রেরণ করা হবে।