সিলেটে মানবাধিকার কমিশনের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৬, ১:৪২ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গি হামলার প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিশনের সিলেটের আঞ্চলিক সমন্বয়কারী ও মহানগর শাখার সভাপতি আলহাজ্ব আতাউর রহমান। মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা ধীরেন সিংহ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট রাশেদা সাঈদা খানম।
কমিশনের সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় মাববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন কমিশনের কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি ও মহানগর সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, মহানগর সহ-সভাপতি হাকিম সাদ উল্লাহ বাচ্চু, জাদু শিল্পী মো. বেলাল উদ্দিন, সাজ্জাদুর রহমান, হবিগঞ্জ জেলা সহ-সভাপতি অধ্যাপক ইসলাম উদ্দিন, জেলা যুগ্ম সম্পাদক এনামুল হক লিলু, মহানগর যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান, মো. হাফিজুর রহমান, এডভোকেট সাজ্জাদুর রহমান, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এম এ মুহিত হীরা, উত্তর বাদেপাশা ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, জেলার সাংগঠনিক সম্পাদক এস এম সুহেল, প্রচার সম্পাদক সাংবাদিক খালেদ মিয়া, দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক, সাংগঠনিক সম্পাদক আলী আহসান হাবীব, রওশন জলিল কোরেশী, শাহ আলম, নিধীর রঞ্জন সূত্রধর, নিপেন্দ্র সিংহ, তাপস কর্মকার, আশিকুর রহমান রাব্বানী, মধু মিয়া, সৈয়দ নজরুল ইসলাম চুনু, হোসেন মো. রাজন, তুহিন চৌধুরী, মামুন চৌধুরী, আলী হোসেন, শামীম আহমদ, আব্দুল কুদ্দুস, আব্দুল করিম, দিলোয়ার হোসেন, মির্জা ফুয়াদ হাসান আওলাদ, এম এ নানু, নোমান আহমদ, আব্দুর রাজ্জাক, মোক্তার আহমদ, জয়নাল আহমদ, আব্দৃুল জব্বার, ইমরান হোসেন, জালাল আহমদ বাকার, মিজানুর রহমান খালিছদার, নজমুল হোসেন, ফরহাদ জায়গীরদার, অজয় দেব, শেখ আব্দুল্লাহ বিন বদরী, বাদশা মিয়া, ইউসুফ সেলু, শফি আহমদ শফি, হুমায়ুন রশিদ শাহিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে জঙ্গি হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী ও জঙ্গি কর্তৃক হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।