একটি মানবিক আবেদনঃ অসহায় রিজিয়ার সাহায্যে এগিয়ে আসুন
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৬, ১২:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
আসুন আমরা সবাই একজন অসহায় মায়ের জীবন বাঁচানোর চেষ্টা করি । ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের ঐলাতৈল গ্রামের দিনমজুর আব্দুল মালিকের স্ত্রী রিজিয়া বেগম (৩৭) প্রায় ১৫ বছর ধরে (CFD) পাইলেরিয়া রোগে ভুগেছেন। সিলেট এম,এ,জি,ওসমানী মেডিকেলে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন।
স্বামী আঃ মালিক দিন মজুর । তিনি পরিবারের সবার মুখে ঠিক মতো দু’বেলা খাবার দিতে পারেন না, তারপর ও তিনি সাহায্য তুলে চিকিৎসা করান স্ত্রীর। তাতে কোন ফল পান নাই। এখন নিরুপায় হয়ে খুব কষ্টের সাথে বাড়িতে আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, এই রোগের নাম ( CFD ) পাইলেরিয়া। এই রোগের চিকিৎসা বাংলাদেশে নাই। ডাক্তারের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ভারতের মাদ্রাজে নিয়ে যেতে হবে। চিকিৎসার জন্য প্রায় ২২ লাখ টাকা প্রয়োজন।
অসহায় সম্বলহীন স্বামী তার স্ত্রীর চিকিৎসার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীসহ সমাজের সর্বস্থরের দয়াবান মানুষের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। তাদের অভাবের সংসার বেশ ভাল-ই চলছিল । তাদের কোন ছেলে সন্তান নেই, ছোট দুটি মেয়ে আছে। সকলের দোয়া কামনা আর সহযোগিতার প্রচেষ্টায় হয়তো একজন মায়ের জীবন বাঁচানো সম্ভব। দেশ বিদেশের সকলের কাছে দোয়া ও সাহায্য কামনা করছেন। আশা করি সবাই কিছু না কিছু দিয়ে সাহায্য করবেন।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ ( ডাচ বাংলা ব্যাঙ্ক লিমিটেড, আব্দুল আজিজ সেভিং হিসাব নং ১৫৪১৫১৩২০৪৬ গোয়ালা বাজার শাখা, সিলেট বাংলাদেশ । ) ( বিকাশ নাম্বার P.০১৭৭৯৭৭৯৯৭৬)