মিউনিখ হামলায় শোকাহত বায়ার্নঃ আনচেলত্তি
প্রকাশিত হয়েছে : ১২:২২:০৯,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৬
সুরমা নিউজঃ জার্মানির শহর মিউনিখের একটি শপিংমলে সন্ত্রাসী হামলায় শোক প্রকাশ করেছে শহরটির ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ ও কোচ কার্লো আনচেলত্তি। শুক্রবারের এমন হৃদয়বিদারক ঘটনায় ইতালিয়ান নাগরিক আনচেলত্তি এক বিবৃতিতে মিউনিখ হামলার ঘটনাটিকে ‘ধারণাতীত’ বলে জানিয়েছেন। হামলার ঘটনায় পুলিশ নয় জনের মৃত্যুর খবর জানিয়েছে। এছাড়া আরও ১০ জন আহত হয়েছে বলে জানানো হয়। এ ঘটনার পর শহরে মানুষের চলাচলের জন্য যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। আর বলা হয়েছে পাবলিক প্লেসে যেন কেউ না যায়।এদিকে বায়ার্ন নিজেদের টুইটারে লেখে, ‘মিউনিখের ঘটনায় আমরা শোকাহত, আর যারা হতাহত হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা রইল। নিরাপদে থাকুন।’শনিবার ল্যান্ডসাটে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বায়ার্নের। যা মিউনিখ থেকে ৪৫ কিলোমিটার দূরে। তবে খেলা পন্ড হওয়ার ভয়ে তারা ব্যাপারটি নিজেদের বিবৃতিতে জানায়নি।