সিলেট বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে জঙ্গি বিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ৫:৪৯:৫৮,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৬
সুরমা নিউজ :
সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে সুরমা টাওয়ারের সামনে জঙ্গি বিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ সভা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ নেতা আতিকুর রহমান খালেদ।
রুবেল আহমদের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য প্রদান করেন সাবেক সিলেট জেলা ছাত্রলীগ নেতা ইবাদ খান দিনার, ছাত্রলীগ নেতা আহমদ হোসেন খান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল করিম নেওয়াজ, সহ সম্পাদক রনি খান, লিডিং ইউনিভার্সিটি ছাত্রলীগ নেতা সিজান আহমেদ, নাহিয়ান জামান, মারুফ আহমেদ, জুবেল আহমেদ, সৌম সুমন, জামিল আহমেদ,নুরুল আমিন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রলীগ নেতা শাহজাহান আহমেদ, ফাহিম খান, আশিক আহমেদ, শাহেদুল ইসলাম,জীবন, হাসান, মারুফ হাসান, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাত্রলীগ নেতা তানভীর রশিদ ইমন, শাওন চৌধুরী, কামরুল, রিয়াজ প্রমুখ।