জঙ্গিবাদ মোকাবেলায় কনভেনশন করবে গণজাগরণ মঞ্চ
প্রকাশিত হয়েছে : ৫:১২:২৫,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৬
সুরমা নিউজঃ জঙ্গিবাদ মোকাবেলায় সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে আগামি মাসে কনভেনশন করবে গণজাগরণ মঞ্চ। আজ বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জঙ্গিবাদ বিরোধী গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ এ কথা বলেন, মঞ্চের মূখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পূর্ব ঘোষিত কর্মসূচী হিসেবে এ গণমিছিলের আয়োজন করে।ইমরান এইচ সরকার বলেন, ‘আগস্ট মাসজুড়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় কনভেনশন করবে গণজাগরণ মঞ্চ। সকল শ্রেণীপেশার মানুষদের এ কনভেনশনের মাধ্যমে ঐক্যবদ্ধ করে জঙ্গিবাদের বিরুদ্ধে করনীয় সম্পর্কে আলোচনা করা হবে।’কনভেনশনে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলেও জানান তিনি।গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে বার বার সকল রাজনৈতিক দলগুলোকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু কোন রাজনৈতিক পদক্ষেপ দেখিনি।’অনেকেই ঐক্যের ডাক দিয়ে বিবৃতি পাঠালেও কোন পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারি পদক্ষেপ সন্তোষজনক নয় উল্লেখ করে তিনি বলেন, ‘জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও উস্কানীদাতাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে সরকার স্থাপনা সরানো নিয়ে ব্যস্ত রয়েছে। এখন পর্যন্ত সরকার জঙ্গিবাদের উস্কানীদাতা ও অর্থদাতাদের গ্রেফতার করেনি।’সবার আগে সে সব উস্কানীদাতা, আশ্রয়দাতা ও অর্থদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে মত দেন তিনি। একই সাথে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ইমরান বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসতে হবে। কীভাবে এ জঙ্গিবাদ মোকাবেলা করা যায় তার করনীয় বের করতে হবে।’