সিলেট জেলা ছাত্রলীগের ৮ নেতা বহিস্কার
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৬, ১:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট কেন্দ্রীয় কারাগারে কারারক্ষীদের সাথে সংঘর্ষের ঘটনায় সিলেট জেলা ছাত্রলীগের ৮ নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। শুক্রবার তাদের বহিস্কার করা হয় বলে জানান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
বহিস্কৃতরা হলেন- সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত ঘোষিত কমিটির সহ সভাপতি হোসাইন আহমদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ আকাশ, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফাইয়াজ আহমদ জামিল, সহ সম্পাদক মাসুম আহমদ মাহি, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন, ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদ (বালুচর) ও এমসি কলেজ ছাত্রলীগ নেতা সৌরভ দাস।
বহিস্কৃত সবাই সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর অনুসারী হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের কারারক্ষীদের সাথে সংঘাতে জড়ায় ছাত্রলীগ। কারা কর্তৃপক্ষের অভিযোগ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিপুর মুক্তি প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় তার অনুসারীরা কারাগারের নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালায়। এতে ৩ সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। ভাংচুর করা হয় অর্ধশতাধিক মোটরসাইকেল।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ বাদি হয়ে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।