সিলেটে কারারক্ষী-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় মামলা, আসামী ৬০
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৬, ১১:২৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে কারারক্ষী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈন বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় ৬০ জনকে আসামি করা হয়েছে। তবে আসামিদের অজ্ঞাত দুস্কৃতিকারী বলে মামলার এজহারে উল্লেখ করা হয়েছে।শুক্রবার বেলা সোয়া ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান- গত বৃহস্পতিবার রাতে জেলার মাসুদ পারভেজ মঈন বাদি হয়ে অজ্ঞাতনামা ৫০-৬০ জন দুস্কৃতিকারীকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর জামিনে মুক্তিলাভ নিয়ে হামলার ঘটনা ঘটেছে বলে মামলার এজহারে উল্লেখ করা হয়েছে বলে জানান ওসি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগ নেতা হিরণ মাহমুদ নিপুর কারামুক্তিতে বিলম্ব হওয়া নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা কারারক্ষীদের সাথে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের একপর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা পালিয়ে গেলে কারারক্ষীরা ছাত্রলীগের ফেলে যাওয়া প্রায় অর্ধশত মোটর সাইকেল ভাঙচুর করেন।
কারারক্ষীদের হামলায় সিলেটের ৫ ফটো সাংবাদিক আহত হন। দুই ফটো সাংবাদিকের মোটর সাইকেলও ভাঙচুর করা হয়।