ওসমানীনগর উপজেলার ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের ওসমানীনগর উপজেলার ৮ইউনিয়ন পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ সম্পন্ন হয়।
ইউপির চেয়ারম্যানদেরকে শপথ পাঠ করান সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। এ সময় সিলেট জেলা ও ওসমানীনগর উপজেলা পরিষদের উধ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণকারীরা হলেন উমরপুর ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান মানিক, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল হাফিজ এ মতিন গেদাই, বুরুঙ্গা ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যান খালেক আহমদ লটই, উছমানপুর ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক, সাদিপুর ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রব, তাজপুর ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যান ইমরান রব্বানী, দয়ামীর ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন।