বিশ্বনাথে এক যুগেও সংস্কার হয়নি এক কিলোমিটার রাস্তা
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৬, ৯:১৩ পূর্বাহ্ণ
বিশ্বনাথ সংবাদদাতা :
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হুসেনপুর থেকে মুফতির বাজার পর্যন্ত মাত্র এক কিলোমিটার রাস্তা সংস্কার কাজ না হওয়ায় এক যুগেরও বেশী সময় ধরে বেহাল অবস্থায় রয়েছে। ফলে সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, বিগত চার দলীয় জোট সরকারের আমলে ২০০৫ সালে হোসেনপুর থেকে মুফতির বাজার-বাওনপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হয়। রাস্তাটি পাকাকরণের পর থেকে এ পর্যন্ত কোন সংস্কার কাজ না হওয়ায় এখন হোসেনপুর থেকে মুফতির বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের পুরো কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। রাস্তাটি এখন বেহাল দশায় পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
প্রায়ই ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। তবুও দেখে ও না দেখার ভান করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ার ফলে দীর্ঘ দিন ধরে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার জনসাধারণকে। শীঘ্রই রাস্তাটির সংস্কার কাজ করে জনসাধারণের দুর্ভোগ লাগব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন এলাকাবাসী।
মুফতির বাজারের ব্যবসায়ী আশিকুর রহমান রানা বলেন, দীর্ঘ দিন ধরে এই রাস্তার বেহাল দশা রয়েছে। এলাকাবাসী সাবেক ও বর্তমান সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তার বেহাল অবস্থার কথা জানালেও কোন লাভ হয়নি। ফলে রাস্তাটি দ্রুত সংস্কার কাজ করে জনসাধারনের চলাচলের উপযোগী করা জন্য কয়েক মাস পূর্বে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর ব্যানারে একটি মানববন্ধনও কর্মসূচী পালন করা হয়েছে তবোও কোন লাভ হয়নি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত বলেন, রাস্তাটি ইতিমধ্যে আই.আর.আই.ডি.পি-২ এর অর্ন্তভুক্ত করা হয়েছে। তবু রাস্তাটির অবস্থা খুবই খারাপ হওয়ায় বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবো।