কাউন্টিতে মুস্তাফিজের স্বপ্নের অভিষেক
প্রকাশিত হয়েছে : ৯:০৮:০৪,অপরাহ্ন ২২ জুলাই ২০১৬
জুবায়ের আহমদ, লন্ডন থেকে:
এমন অভিষেক স্বপ্নেও কি ভেবেছিলেন ফিজ। অচেনা অজানা জায়গা, তার উপর দীর্ঘ ভ্রমন ক্লান্তি, এসবকে একপাশে রেখে ঠিকই প্রমান করলেন তিনি বিস্ময়বালক। ২৩ রানের বিনিময়ে গুণে গুণে নিলেন গুরুত্বপূর্ণ ৪ উইকেট। দল জেতানো পারফরম্যান্স।
আইপিএল থেকেই নিয়মিত ঘটনা তিনি বল করতে আসবেন পাওয়ার প্লের পর ও স্লগ ওভারগুলোতে। আজও সাসেক্স অধিনায়ক তার সেরা অস্ত্রটাকে ব্যবহার করলেন ঠিক সানরাইজ অধিনায়ক ওয়ার্নারের মতো। গুরুত্বপূর্ণ সময়ে তাকে এনেই বাজিমাত।
প্রথমে ব্যাট করে সাসেক্সের সংগ্রহ ছিল ২০ ওভারে ২০০। ইংলিশ অলরাউন্ডার জর্ডানের শেষের দিকের ঝড়ে কাটায় কাটায় ২০০ রান সংগ্রহ করে তারা। জবাব দিতে নেমে এসেক্স নিয়মিত উইকেট হারালেও অধিনায়ক বোপারা দেখেশুনে খেলে ভালোই এগুচ্ছিলেন, তখনই মুস্তাফিজের আঘাত। এসেক্সের মুল ভরসা বোপারাকে লুক রাইটের ক্যাচ বানিয়ে তাদেরকে একপ্রকার ম্যাচ থেকেই ছিটকে দেন দ্যা ফিজ।
পরে গুণে গুণে নেন আরো তিনটি উইকেট। রাত জেগে যারা ফিজের বোলিং দেখেছেন তাদের অন্তত হতাশ করেননি।