টসে হেরে ব্যাটিং করছে মুস্তাফিজের সাসেক্স
প্রকাশিত হয়েছে : ৭:০১:২৬,অপরাহ্ন ২১ জুলাই ২০১৬
সুরমা নিউজঃ কিছুসময় অপেক্ষায় থাকতে হচ্ছে ফিজ ভক্তদের। তার বোলিং দেখতে যারা অপেক্ষমান তাদের কে অপেক্ষায় রেখেছে সাসেক্স। টসে হেরে গেছেন অধিনায়ক লুক রাইট। এমন উইকেটে কেইবা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে। আর প্রতিপক্ষ দলে যদি থাকে মুস্তাফিজের মতো ঘাতক, শেষ খবর পাওয়া পর্যন্ত মুস্তাফিজের দল ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করেছে।