জনসংখ্যা দিবস উপলক্ষে বালাগঞ্জে র্যালী, আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২:৪৯:৫১,অপরাহ্ন ২১ জুলাই ২০১৬
বালাগঞ্জ প্রতিনিধি :
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বালাগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ হামিদা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল আউয়ালের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভুমি)মোঃ নাজমুল ইসলাম সরকার।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান, বালাগঞ্জ কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কৃষিসম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল ইসলাম, একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী মোঃ তানজিম মাহমদ চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল।
বক্তব্য রাখেন সাংবাদিক রজত দাস ভুলন, শাহাবউদ্দিন শাহীন, মোঃ কাজল মিয়া, সীমান্তিক এর ম্যানেজার এইচ এম ফজলু মিয়া, এপিআই সাজু মিয়া, শফিকুর রহমান, আয়েশা খানম রুবি।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল মুকিত চৌধুরী ও গীতাপাঠ করেন ডাঃ অহিন্দ্র সুত্রধর।
এবারের আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিলো ‘কিশোরীদের বিনিয়োগ আগামী প্রজম্মের সুরক্ষা’। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবার পরিকল্পনার বিভিন্নস্তরের কর্মকর্তা বিভাগের বিভিন্নজনদের মধ্যে সনদ বিতরণ করেন। এতে শ্রেষ্ঠ পরিদর্শক রাজিব ভট্রাচার্য্য, শ্রেষ্ঠ পরিদর্শিকা ছবি রানী দত্ত, শ্রেষ্ঠ মাঠকর্মী অনিতা রানী দাস, শ্রেষ্ঠ সংগঠন সীমান্তিক, শ্রেষ্ঠ সেকমো ডঃ অহিন্দ্র সুত্রধর সনদ লাভ করেন।