সিকৃবিতে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৬, ১১:৪২ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
গুলশান ও শোলাকিয়ায় বিদেশীসহ নিরাপরাধ মানুষকে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
‘আসুন আমরা সকল ধরনের উগ্র সন্ত্রাসবাদ ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে রুখে দাড়াই’ শীর্ষক স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম।
প্রধান অতিথির বক্তৃতায় ভিসি ড. গোলাম শাহি আলম জঙ্গীবাদ নির্মূলে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপকে স্বাগত জানান এবং এগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতি সকলকে সজাগ থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোহন মিয়া, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মিটু চৌধুরী, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাব উদ্দিন, গ্রন্থাগারিক সুবীর কুমার পাল, চিফ মেডিক্যাল অফিসার ডা. অসীম রঞ্জন রায়, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সাজিদুল ইসলাম, জনসংযোগের পরিচালক মো. আনিসুর রহমান প্রমুখ।
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. মৃত্যুঞ্জয় কুন্ডু’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা, সাদা দলের সভাপতি প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম, অফিসার পরিষদের সভাপতি মো. ছানোয়ার হোসেন মিঞা, কর্মচারী পরিষদের সভাপতি শাহ্ আলম সুরুক এবং ছাত্রলীগ সভাপতি শামীম মোল্লা।