সিলেটের বিয়ানীবাজারে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৬, ৭:৩২ পূর্বাহ্ণ
বিয়ানীবাজার সংবাদদাতা:
সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে উপজেলা ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি ন্যায় কলেজ ক্যাম্পাসে প্রশাসনের ১৪৪ ধারা জারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুধবার দুপুরে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরোধে মিছিল-সমাবেশ করেছে। ছাত্রলীগের জঙ্গিবাদবিরোধী মিছিল কলেজ চত্বর প্রদক্ষিণ শেষে বিজ্ঞান ভবনে সমাবেশ করে।
উপজেলা ছাত্রলীগ নেতা এবিএস সিদ্দিকের সভাপতিত্বে এবং ছিদ্দিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা জাফর আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা মাসুম আহমদ, রেজাউল হক রনি, ফায়েক আহমদ, আশরাফুজ্জামান, হালিম আহমদ, তানভীর আহমদ, তাজেল আহমদ, বদরুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগ নেতা সাইদুজ্জামান অপু, মাসুম আহমদ জনি, ফুয়াদ আহমদ, জাফরান আহমদ, জামিল আহমদ, মাজেদ আহমদ, জুনেদ, সুয়েব,জয়, কাওছার, মুন্না, ইমন, ওবায়দুল্লাহ, সানি, পায়েল, হাবিব, ইমরুল, সাদিক, রেদওয়ান, আনোয়ার, রাফি ও ফাত্তাহ।
বক্তারা বলেন, জাতির জনকের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে এ দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের উত্থান হতে দেবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে জঙ্গিবাদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে।