সিলেটে ১৪ দলের নেতৃত্বে হবে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী কমিটি
প্রকাশিত হয়েছে : ৭:১৪:১৮,অপরাহ্ন ২১ জুলাই ২০১৬
সুরমা নিউজ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী সিলেটেও ১৪ দলের নেতৃত্বে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠিত হচ্ছে। সিলেটের প্রত্যেক ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা ও মহানগরে এ ধরণের কমিটি গঠন করা হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ইতোমধ্যে কমিটি গঠনের কাজ শেষ করেছে সিলেট জেলা ও মহানগর ১৪ দল।
সিলেট জেলা ও মহানগর ১৪ দল ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে একই ধরণের কমিটি গঠনের নির্দেশনা দেবে। এ লক্ষে প্রত্যেক ইউনিটগুলোতেও কমিটি গঠনের কাজ চলছে।
১৪ দলীয় জোটের নেতাকর্মীদের পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি, সুশীল সমাজ, বুদ্ধিজীবি, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, কৃষিবিদ, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, শ্রমিক, কৃষক, নারী, ছাত্র, যুবক, তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে ব্যাপকভাবে সামিল ও সমন্বয়ে কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ১৪ দল।
জেলা ও মহানগরে ১ জনকে সভাপতি, ১৭ জন সহ-সভাপতি, ১ জন সদস্য-সচিব ও বাকিদের সদস্য, উপজেলায় ১ জনকে সভাপতি, ১০ জন সহ-সভাপতি, ১ জন সদস্য-সচিব ও বাকিদের সদস্য, ইউনিয়নে ১ জনকে সভাপতি, ৬ জন সহ-সভাপতি, ১ জন সদস্য-সচিব ও বাকিদের সদস্য এবং ওয়ার্ডে ১ জনকে সভাপতি, ৩ জন সহ-সভাপতি, ১ জন সদস্য-সচিব ও বাকিদের সদস্য করে কমিটি গঠন করার কথা বলা হয়েছে।
কেন্দ্রের নির্দেশ অনুযায়ী ২১ জুলাইয়ের মধ্যে কমিটি গঠন সম্পন্ন করার কথা বলা হয়েছে। সিলেট মহানগর ১৪ দল ইতোমধ্যে এ ধরণের কমিটি গঠনের কাজ শেষ করেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জানান, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমরা সিলেট জেলায় বড় আকারে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি গঠনের কাজ গুছিয়ে এনেছি। নির্ধারিত তারিখের মধ্যেই কমিটি গঠন করে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা তৈরীর লক্ষে কাজ শুরু হবে।