ইংল্যান্ডে মুস্তাফিজ:সাসেক্সের দীর্ঘ অপেক্ষার অবসান
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৬, ৯:২৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
টানা ১০ ঘন্টার জার্নি শেষে ইংল্যান্ড এসে পৌছেছেন দ্যা ফিজ খ্যাত বাংলাদেশের বোলিং সেনসেশান মুস্তাফিজ। সাসেক্স ক্রিকেট ক্লাব রাতে তাদের ওয়েবসাইটে ও টুইটারে মুস্তাফিজের আসার খবর পোস্ট করে ।
তার প্রতি ক্লাবের আগ্রহ এতোটাই যে ব্যাপক সংখ্যক ক্লাব সমর্থক ও তার ক্লাবের খেলোয়াড়েরা টুইট করে তাকে স্বাগতম জানিয়েছেন। এই বোলিং বিস্ময়ের একেকটি ডেলিভারি দেখতে যেন তাদের তর সইছে না। কোচ মার্ক ডেভিস বলেন সেই এই মুহুর্তে বিশ্বের সেরা বোলার, সংক্ষিপ্ত ভার্সনে তার বিকল্প বর্তমানে নেই । অধিনায়ক লুক রাইট বলেন, তার উপস্থিতি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাকে পেতে এখন দুনিয়ার সব অধিনায়কই উন্মুখ।