গরীব কল্যাণ ট্রাষ্ট স্টার প্যানেলের ঈদ পুনর্মিলনী উদযাপন
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৬, ৮:৩২ অপরাহ্ণ
বার্মিংহাম সংবাদদাতা:
বার্মিংহাম আস্টনের ইকবাল বেনকুইটিং হলে বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাষ্ট স্টার প্যানেলের উদ্যেগে আজ বুধবার এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যাপক উৎসাহ উদ্দিপনায় স্টার প্যানেলের এই ঈদ পুনর্মিলনীতে ট্রাষ্টের সকলের উপস্থিতি ছিলো লক্ষনীয়।
ট্রাষ্ট সদস্য ইমরান আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি আনহার আলী।
প্রতিষ্ঠা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুয়েজ ও সাবেক যুগ্ন সম্পাদক মোদাচ্ছির খানের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব নাসির আহমেদ, হাজী গয়াস মিয়া, বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ সমিতির নেসার আলী সমছু, সাধারণ সম্পাদক আং কাইয়ুম, উপদেষ্টা কমিটির সদস্য তেরা মিয়া চেয়ারম্যান,সাবেক সভাপতি কলিম উল্যা বকুল, বর্তমান সভাপতি আব্দুল ওদুদ, উপদেষ্টা কমিটির সদস্য আজির উদ্দিন আব্দাল,আব্দুর রশিদ,সাজ্জাদুর রহমান, সাজ্জাদ মিয়া, হাজী মধু মিয়া, ইমরান আলী, মুনাইম আহমদ, মাহমদ আলী, শামীম আহমদ,সফিক আলী, ইদন আলী, বর্তমান সাধারণ সম্পাদক বদরুজ্জামান,কোষাধ্যক্ষ তাজ উদ্দিন, সহ সভাপতি মৌলানা নজরুল ইসলাম, মাসুক মিয়া, আজিজুর রহমান, কাহের হুসেন শাহিন, জিলু মিয়া, আনসার মিয়া, শাহ শামিম মিয়া, আলাউর রহমান, আনহার মিয়া, শ্যামল, সিরাজুল ইসলাম তসলু, গুলজার আহমদ ফয়ছল, জুবের আলম, আজমান আলী, আনহার মিয়া, তুরন আলী, শাহজাহান আহমদ, আক্তার মিয়া, মফুর মিয়া, মতিন মিয়া, বাহার উদ্দিন, নোমান খান, নোমান তালুকদার, আং ছালাম, সাজিদ মিয়া, সুমন চৌধুরী, রুহিন ইসলাম প্রমুখ।
কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানে পরিসমাপ্তি হয়।