আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন সিলেটের ফটোগ্রাফার এনাম
প্রকাশিত হয়েছে : ৬:২০:৫১,অপরাহ্ন ২০ জুলাই ২০১৬
সুরমা নিউজ:
থাইল্যান্ডে আয়োজিত আন্তর্জাতিক ৫ম চ্যাং ফাইন আর্ট ফটো কনটেস্টর পুরষ্কার পেলেন সিলেটের মোহাম্মদ এনামুল হক এনাম। তিনিই একমাত্র বাংলাদেশী হিসেবে এই ফটো কনটেস্টে পুরষ্কার অর্জন করেছেন।
চ্যাং ফাইন আর্ট ফটো কনটেস্ট ২০১১ সাল থেকে শুরু হয়। যাতে সারা বিশ্বের ফটোগ্রাফাররা তাদের নির্বাচিত ছবি ফটো কনটেস্টে প্রেরণ করে থাকেন। এর মধ্য থেকে ১২ জনকে পুরষ্কারের জন্য নির্বাচিত করা হয়।
৫ম চ্যাং ফাইন আর্ট ফটো কনটেস্টে একমাত্র বাংলাদেশী হিসেবে পুরষ্কার প্রাপ্ত মোহম্মদ এনামুল হক জানান, বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার সিরিজ ছবি দিয়ে প্রতিযোগীতায় অংশ নিয়েছিলেন। যা দেখে প্রতিযোগীতার নির্বাচকেরা বিশেষ পুরষ্কারে জন্য নির্বাচিত করেছেন। বাংলাদেশী হিসেবে শুধু আমার ছবি সেখানে স্থান করে নিয়েছে। এটা বাংলাদেশের সকল ফটোগ্রাফার বন্ধুদের জন্য সম্মানজনক। এই সাফল্য শুধু আমার নয় বাংলাদেশের।
পুরষ্কারের অংশ হিসেবে তিনি ক্রেস্ট সার্টিফিকেট এবং থাইল্যান্ডের ১০ হাজার বাথ যা বাংলাদেশের ২৫ হাজার টাকা প্রদান করা হবে।
মোহম্মদ এনামুল হক এনাম এর পূর্বেও জাতীয় ভাবে অনুষ্ঠিত বিভিন্ন ফটো কনটেস্টের পুরষ্কার অর্জন করেন। তিনি সিলেট ফটোগ্রাফি সোসাইটির কার্যকরী কমিটির সদস্য এবং সিলেটের ফটোগ্রাফি জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান ফোকাস ফটোগ্রাফির চিফ ফটোগ্রাফার হিসেবে কর্মরত রয়েছেন।